Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

১৯৬৪ সনে সে সময়ের পাকিস্তান পার্লামেন্টে পাশ হয় ইষ্ট-পাকিস্তান এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট রেগুলেশন এ্যাক্ট। পূর্ব-পাকিস্তানের কৃষি পণ্যর বাজারকে সুশৃংখলভাবে পরিচালনার জন্য পাশ করা হয় এই আইন এবং এই আইনের ধারাসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য গঠিত হয় জেলা মার্কেটিং অফিস। পরবর্তীতে ১৯৮৫ সনে অধ্যাদেশের মাধ্যমে এই আইনটির কিছু সংশোধনী আনা হয়।

জেলা মার্কেটিং অফিস কৃষি মন্ত্রণালয় অধীন কৃষি বিপণন অধিদপ্তেরর জেলা পর্যায়ের দপ্তর। জেলা মার্কেটিং অফিসার এই অফিসের দপ্তর প্রধান।

ঠিকানাঃ মাতৃছায়া,  উকিলপাড়া,নওগাঁ ( উত্তর নওগাঁ জামে মসজিদ এর পূর্ব দিকে)।