Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

  কৃষি বিপণন অধিদপ্তর

কৃষি মন্ত্রণালয়

জেলা মার্কেটিং অফিস

 নওগাঁ।

                                                                    সিটিজেন চার্টার

 

কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি পণ্যের বাজার তথ্য, গবেষণা, মার্কেট রেগুলেশন ও বাজার সম্প্রসারণ কার্যক্রম দ্বারা বিপণন ব্যবস্থারপনার উন্নয়ন ও বাসত্মবায়নে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যাযমুল্য প্রাপ্তিতে সহায়তা ও ভোক্তাসেবা প্রদানের মাধ্যামে  আর্থ- সামাজিক উন্নয়নে  প্রতিশ্রম্নতিবদ্ধ ।

 

জেলা মার্কেটিং অফিস  নওগাঁ থেকে আপনি নিম্নবর্ণিত সেবাগুলো পেতে পারেন

 

সেবার  বিবরণ

কখন ও কিভাবে পাবেন

১। বাজারদর তথ্যঃ

      জেলা সদর বাজারের প্রধান প্রধার কৃষিজাত ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারী দৈনিক বাজারদর

 

অফিস কার্যদিবসে দুপুর ১২.০০ টা থেকে বিকাল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন

    জেলায় সরাসরি কৃষক বিক্রিত প্রধান ০২ টি  বাজারের কৃষক প্রাপ্ত ও মৌসুমী ফসলের পাÿÿক বাজারদর

সংস্থার চাহিদা পত্র অনুযায়ী অফিস কার্যদিবসে দুপুর ১২.০০ টা থেকে বিকাল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন

       জেলা সদর বাজারের প্রধান প্রাধান কৃষিজাত পণ্যের সাপ্তাহিক (সপ্তাহামত্ম বুধবার) বাজারদর তথ্য ।

 

 অফিস কার্যদিবসে দুপুর ১২.০০ টা থেকে বিকাল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন

      সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার চাহিদা পত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজার তথ্য ।

সংস্থার চাহিদা পত্র গ্রহনের পর দৈনিক বাজারদর বুলেটিনের তথ্যের মাধ্যমে ০৫ কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে ।

২। বাজার নিয়ন্ত্রণ সংক্রামত্মঃ

       কৃষিপণ্য  বাজার নিয়ন্ত্র আ্ইনের আওতায় সকল প্রঞ্জাপিত বাজারের কৃষিপণ্যের বাজার কারবারীদের নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন ।

 আবেদন পত্র প্রাপ্তির পর ০৭ কর্মদিবসের মধ্যে

৩।  অন্যান্য সেবাসমূহঃ

      নওগাঁ জেলার অধীন  সকল হিমাগারে আলু সংরÿণ ও খালাসের তথ্য ।

      কৃষি উপকরণ হিসাবে রাসায়নিক সারের নওগাঁ জেলা পর্যায়ে চলতি বাজার তথ্য ।

 

 আলু সংরÿণ ও খালাসের মৌসুমে।

          ( মার্চ হতে নভেম্বর পর্যমত্ম )

 অফিসে সংগ্রহীত  বাজারদর তথ্যের ভিক্তিতে চাহিদাপত্র অনুযায়ী ০৫ কর্মদিবসের মধ্যে ।

       উত্তর- পশ্চিম শস্য বৈচিত্রকরণ প্রকপস্ন- এর আওতাভুক্ত ফসলসমূহের বিপণন বিষয়ক তথ্য ।

উত্তর- পশ্চিম শস্য বৈচিত্রকরণ প্রকপস্ন (বিপণন অংশ) কার্যক্রমের  ভিক্তিতে অফিস সময়ের মধ্যে

৪।  ওয়েব সাইটের মাধ্যমে কৃষি পণ্যের মুল্য ও বিপণন সংক্রামত্ম তথ্য সেবা

www.dam.gov.bd  ওয়েব সাইট - এর তথ্য ভান্ডার থেকে যে কেহ কৃষি পণ্যের বিপণন সংক্রামত্ম তথ্য জানতে পারেন ।

 

    কৃষি বিপণন অধিদপ্তরের উপর্যুক্ত সিটিজেন চার্টারে বর্ণিত যে কোন সেবার জন্য ‘ফোকাল পয়েন্ট’ হিসাবে জেলা বাজার কর্মকর্তা -এর সাথে সরাসরি অথবা ৬১৮৬৪ নম্বর ফোনে যোগাযোগের জন্য  অনুরোধ করা হলো ।

     আপনার অভিযোগের বিষয়টি ০৭ দিনের মধ্যে অত্র অফিসে জবাবদিহি/ কার্যকর ব্যবস্থা গ্রহণে দায়বদ্ধ ।

          যদি ঐ সময়সীমার মধ্যে ব্যবস্থা গৃহীত না হয় তবে আপনি এ ব্যাপারে উপ- পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, রাজশাহী বিভাগ,     

          রাজশাহী ২১৮-১/২ সপুরা হাউজিং এস্টেট, পোঃ ক্যান্টনমেন্ট শাখা , রাজশাহী - ৬২০২ ঠিকানায় লিখিত ভাবে অথবা ফোন ও ফ্যাক্সঃ   

          ০৭২১/৭৬০৯৬২ নম্বরে সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন ।