গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি বিপণন অধিদপ্তর
কৃষি মন্ত্রণালয়
জেলা মার্কেটিং অফিস
নওগাঁ।
সিটিজেন চার্টার
কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি পণ্যের বাজার তথ্য, গবেষণা, মার্কেট রেগুলেশন ও বাজার সম্প্রসারণ কার্যক্রম দ্বারা বিপণন ব্যবস্থারপনার উন্নয়ন ও বাসত্মবায়নে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যাযমুল্য প্রাপ্তিতে সহায়তা ও ভোক্তাসেবা প্রদানের মাধ্যামে আর্থ- সামাজিক উন্নয়নে প্রতিশ্রম্নতিবদ্ধ ।
জেলা মার্কেটিং অফিস নওগাঁ থেকে আপনি নিম্নবর্ণিত সেবাগুলো পেতে পারেন।
সেবার বিবরণ | কখন ও কিভাবে পাবেন |
১। বাজারদর তথ্যঃ জেলা সদর বাজারের প্রধান প্রধার কৃষিজাত ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারী দৈনিক বাজারদর |
অফিস কার্যদিবসে দুপুর ১২.০০ টা থেকে বিকাল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন |
জেলায় সরাসরি কৃষক বিক্রিত প্রধান ০২ টি বাজারের কৃষক প্রাপ্ত ও মৌসুমী ফসলের পাÿÿক বাজারদর | সংস্থার চাহিদা পত্র অনুযায়ী অফিস কার্যদিবসে দুপুর ১২.০০ টা থেকে বিকাল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন |
জেলা সদর বাজারের প্রধান প্রাধান কৃষিজাত পণ্যের সাপ্তাহিক (সপ্তাহামত্ম বুধবার) বাজারদর তথ্য । |
অফিস কার্যদিবসে দুপুর ১২.০০ টা থেকে বিকাল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন |
সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার চাহিদা পত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজার তথ্য । | সংস্থার চাহিদা পত্র গ্রহনের পর দৈনিক বাজারদর বুলেটিনের তথ্যের মাধ্যমে ০৫ কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে । |
২। বাজার নিয়ন্ত্রণ সংক্রামত্মঃ কৃষিপণ্য বাজার নিয়ন্ত্র আ্ইনের আওতায় সকল প্রঞ্জাপিত বাজারের কৃষিপণ্যের বাজার কারবারীদের নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন । | আবেদন পত্র প্রাপ্তির পর ০৭ কর্মদিবসের মধ্যে |
৩। অন্যান্য সেবাসমূহঃ নওগাঁ জেলার অধীন সকল হিমাগারে আলু সংরÿণ ও খালাসের তথ্য । কৃষি উপকরণ হিসাবে রাসায়নিক সারের নওগাঁ জেলা পর্যায়ে চলতি বাজার তথ্য । |
আলু সংরÿণ ও খালাসের মৌসুমে। ( মার্চ হতে নভেম্বর পর্যমত্ম ) অফিসে সংগ্রহীত বাজারদর তথ্যের ভিক্তিতে চাহিদাপত্র অনুযায়ী ০৫ কর্মদিবসের মধ্যে । |
উত্তর- পশ্চিম শস্য বৈচিত্রকরণ প্রকপস্ন- এর আওতাভুক্ত ফসলসমূহের বিপণন বিষয়ক তথ্য । | উত্তর- পশ্চিম শস্য বৈচিত্রকরণ প্রকপস্ন (বিপণন অংশ) কার্যক্রমের ভিক্তিতে অফিস সময়ের মধ্যে |
৪। ওয়েব সাইটের মাধ্যমে কৃষি পণ্যের মুল্য ও বিপণন সংক্রামত্ম তথ্য সেবা | www.dam.gov.bd ওয়েব সাইট - এর তথ্য ভান্ডার থেকে যে কেহ কৃষি পণ্যের বিপণন সংক্রামত্ম তথ্য জানতে পারেন । |
কৃষি বিপণন অধিদপ্তরের উপর্যুক্ত সিটিজেন চার্টারে বর্ণিত যে কোন সেবার জন্য ‘ফোকাল পয়েন্ট’ হিসাবে জেলা বাজার কর্মকর্তা -এর সাথে সরাসরি অথবা ৬১৮৬৪ নম্বর ফোনে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো ।
আপনার অভিযোগের বিষয়টি ০৭ দিনের মধ্যে অত্র অফিসে জবাবদিহি/ কার্যকর ব্যবস্থা গ্রহণে দায়বদ্ধ ।
যদি ঐ সময়সীমার মধ্যে ব্যবস্থা গৃহীত না হয় তবে আপনি এ ব্যাপারে উপ- পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, রাজশাহী বিভাগ,
রাজশাহী ২১৮-১/২ সপুরা হাউজিং এস্টেট, পোঃ ক্যান্টনমেন্ট শাখা , রাজশাহী - ৬২০২ ঠিকানায় লিখিত ভাবে অথবা ফোন ও ফ্যাক্সঃ
০৭২১/৭৬০৯৬২ নম্বরে সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন ।